দিনাজপুরের বোচাগঞ্জে টহলরত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাধে ধাক্কা লেগে মো. আব্দুল লতিফ (৩২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ আহত হয়।
আহতরা হলেন: এএসআই মোঃ রেজাউর রহমান (৩০), পুলিশ কনস্টেবল মো. আব্দুল গাফ্ফার (৩৩), কনস্টেবল মো. বেলাল হোসেন (৩৪) ও পুলিশ পিক্যাব চালক কনস্টেবল মো. সোহেল রানা (৩২)।
নিহত আ. লতিফ গাইবান্দা সদর উপজেলার মেক মুকসেদপুর গ্রামের আবু হোসেনের পুত্র।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে বোচাগঞ্জ উপজেলার মুর্শিদ হাট ইউনিয়নের চিলাপাড়া গ্রামে নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহত এএসআই মো. রেজাউর রহমান জানায়, দায়িত্ব পালকালে উপজেলার উপজেলার মুর্শিদ হাট ইউনিয়নের তিলাপাড়া নামক স্থানে রবিবার দিবাগত রাত ৩টার দিকে পুলিশ পিক্যাব ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় আমি ও চালকসহ গাড়িতে থাকা আরও ৩ পুলিশ সদস্য আহত হয়। সংবাদ পেয়ে থানার অতিরিক্ত পুলিশ আমাদের উদ্ধার করে বোচাগঞ্জ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ সদস্য আব্দুল লতিফ মারা যান।
বোচাগঞ্জ থানার ওসি হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর আহত পুলিশ সদস্য বেলাল হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতল, পিকআপ ভ্যানের চালক কনস্টেবল সোহেল রানা ও কনস্টেবল মো. আব্দুল গাফ্ফারকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং এএসআই রেজাউর রহমানকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৭ মার্চ, ২০১৬/ রশিদা