মাদারীপুরের কালকিনি উপজেলার মিয়ারহাটে ৩টি স্বর্ণের দোকানসহ ৬টি দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতিকালে বাধা দিলে ডাকাতরা বাজারের ব্যবসায়ী স্বপন কাজী ও সোহেল মৃধাকে গুলিবিদ্ধ করে গুরুতর আহত করে।
আহতদের বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাজারের ব্যবসায়ীরা জানায়, রবিবার দিবাগত রাত ৩টার সময় মুখোশপড়া সশস্ত্র ডাকাত দল বাজারে হানাদেয়। এসময় তারা শুভ জুয়েলার্স, মৌসুমী জুয়েলার্স, আঁচল জুয়েলার্স, স্বপন কাজীর কসমেটিকের দোকান, শিশিরের দোকান ও নিজাম টেইলার্সের মালামাল লুট করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, ডাকাতরা ৫০ ভরি স্বর্ণালংকারসহ ৫০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/ ০৭ মার্চ, ২০১৬/ রশিদা