মাদারীপুরের কালকিনি উপজেলা মিয়ারহাট বাজারে ডাকাতের গুলিতে আহত ব্যবসায়ী স্বপন কাজীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১২টা দিকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলা মিয়ারহাট বাজারে রবিবার দিবাগত রাত ৩টার দিকে একটি সংঘবদ্ধ ডাকাত দল এসে বাজারের পাহাড়াদারদের বেঁধে রেখে ডাকাতি শুরু করে। স্বপন ও সোহেল নামে দুই ব্যবসায়ী বাধা দিলে ডাকাতের ছোঁড়া গুলিতে তারা গুরুতর আহত হন। পরে সোমবার বেলা সাড়ে ১২টা দিকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ০৭ মার্চ, ২০১৬/ রশিদা