পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় আব্বাস আলী (২২) নামে এক ট্রাক্টর চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ভজনপুর বাজারের বাসষ্ট্যান্ডের পাশে একটি হাল চাষ করা ফাকা মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আব্বাস ওই উপজেলার শান্তি নগর এলাকার তবিবর রহমানের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ট্রলির হেলপারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃততের নাম জানা যায়নি। এদিকে নিহতের বাবা তবিবর রহমান বাদী হযে তেঁতুলিয়া থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে ওই স্থানে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। এ সময় মৃতদেহের পাশ থেকে একটি ছুরিও উদ্ধার করে পুলিশ। তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দ্রুত ঘটনার কারনসহ আসামিদের গ্রেফতার করা হবে।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ ২০১৬/ এস আহমেদ