সোনামসজিদ স্থলবন্দরে ২ দিন ধরে ভারতীয় পাথর আমদানি বন্ধ রয়েছে। ভারতীয় রপ্তানিকারকরা নিম্নমানের পাথর সরবরাহ ও পাথরের মূল্য কমানোর সিদ্ধান্ত উপেক্ষা করায় বাংলাদেশি আমদানিকারকরা গতকাল সকাল থেকে ছোট পাথর আমদানি বন্ধ রেখেছে। সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি সেন্টু আলী জানান, ভারতীয় রপ্তানিকারকরা নিম্নমানের পাথর সরবরাহ ও দফায় দফায় পাথরের মূল্যবৃদ্ধি করায় সৃষ্ট সমস্যার ব্যাপারে গত ১০ ও ২১ ফেব্রুয়ারি মহদিপুর এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন ও সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপ দু'দফা বৈঠকে পরিচ্ছন্ন পাথর সরবরাহ, টনের পরিবর্তে সেফটিতে ওজন এবং প্রতি টন ১৮.৫ ডলারের স্থলে ১৪ ডলারে পাথর দেয়ার ব্যাপারে একমত হন। কিন্তু বৈঠকের সিদ্ধান্তগুলো গত ২৪ ফেব্রুয়ারি ভারতের মহদিপুর এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন মানবে না বলে সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপকে চিঠি দিয়ে জানিয়ে দেয়। এর প্রেক্ষিতে সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপ এই সিদ্ধান্ত নিয়েছে।
বিডি-প্রতিদিন/৭ মার্চ ২০১৬/শরীফ