রাজশাহীর চারঘাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ মাতালকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে উপজেলার মুক্তারপুর ও হলিদাগাছী এলাকায় এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন: উপজেলার হলিদাগাছী এলাকার শাহিন (২৮), বিশ্বজিৎ সরকার (৩০), ইউনুস (৩২), জাহাঙ্গীর (৩২), মুক্তারপুর এলাকার রাসেল (২৪), ফিরোজ আহম্মেদ (১৯), রবিউল আওয়াল (২০), শিমুল ইসলাম (১৯), হাবিল (৩৫), শরিফুল (৩০) এবং জামালপুর জেলার সরিষাবাড়ি থানার নাজিম (৫৩)। একই সঙ্গে আটক মীর আহম্মেদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২২ মার্চ, ২০১৬/ রশিদা