ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন প্রার্থীকে জরিমানা ছাড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্থানীয় ভোটাররা উৎসবমুখর পরিবেশেই নির্বিঘ্নে ভোট দিয়েছেন। তবে নির্বাচন চলাকালে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ময়মনসিংহের ফুলপুরের ৬নং পয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী এনামুল কবিরকে (৪০) ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নির্বাচনে বড় ধরণের কোন সহিংসতা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
ভোট চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী ও জেলা পুলিশ সুপার মঈনুল হক উপস্থিত ছিলেন।
এদিকে, ভোটগ্রহণ চলাকালে দুপুরে ৬নং পয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী এনামুল কবিরকে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে আটক করে পুলিশ। পরে তাকে ফুলপুর থানা পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করলে থানা পুলিশ ছেড়ে দেয় বলে জানান ফুলপুর থানার ওসি আলী আহাম্মেদ।
এ চেয়ারম্যান প্রার্থীকে আটকের খবর পৌছলে স্থানীয় তারাকান্দা উপজেলা ছাত্রলীগ ময়মনসিংহ-তারাকান্দা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে প্রায় পৌনে এক ঘণ্টা পর বিকেল পৌনে ৫ টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে বলে জানান ওসি মাজাহারুল হক।
বিডি-প্রতিদিন/২২ মার্চ, ২০১৬/মাহবুব