মাগুরার ইছাখাদা এলাকায় আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা খলিল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাগুরা সদর থানার এস আই মিলন হোসেন বলেন, মাগুরা সদরের ঝিনাইদহ-মাগুরা সড়কের ইছাখাদা এলাকায় খলিল হোসেন তার ভগ্নিপতি হাজরাপুর ইউপি নির্বাচনে মেম্বরা প্রার্থী বাবু খন্দকারের জন্য ভোট চাইতে এসেছিলেন। এ সময় মাগুরামুখী একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে বেশ দূরে থাকা খলিল হোসেনকে সরাসরি আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে নিহতের স্বজনরা কোন ময়নাতদন্ত ও মামলা করবেন না বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ২৩ মার্চ, ২০১৬/ রশিদা