কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ঘটনার তিন দিনেও কাউকে গ্রেফতার বা হত্যার রহস্য উদ্ধার করতে পারেনি পুলিশ।
এ দিকে সোহাগীর খুনিদের বিচার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর আয়োজনে ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় শিক্ষকবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।
পরে দুপুর ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুমিল্লার নন্দনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা।
নিহতের পরিবারের সূত্র জানায়, গত রবিবার সন্ধ্যায় টিউশনি করে বাসায় ফেরার পথে কুমিল্লা সেনানিবাস এলাকায় পাশবিক নির্যাতনের পর হত্যার শিকার হয় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। পরে রাত সাড়ে ১০টার দিকে ময়নামতি সেনানিবাসের অভ্যন্তরে পাওয়ার হাউসের পানির ট্যাংক সংলগ্ন স্থানে সোহাগীর মৃতদেহ পাওয়া যায়। মাথা থেতলানো মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায় কালভার্টের পাশে ঝোপের ভেতর পড়েছিলো। সোমবার নিহতের বাবা ইয়ার হোসেন কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অজ্ঞাতদের নামে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার প্রতিবাদে সোচ্চার হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিবাদ জানাতে থাকে তারা।
নিহতের ভাই আনোয়ার হোসেন বলেন, বাবা-মা এখনও বোনকে হারানোর শোকে কাতর। তারা বিশ্বাস করতে পারছেন না- একমাত্র বোন সোহাগী আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা বোন হত্যার বিচার চাই।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাবেক সভাপতি মো. আল-আমিন বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে। বৃহস্পতিবার ভিক্টোরিয়ার শিক্ষার্থীরা মহাসড়ক ও কুমিল্লা রেল সড়ক অবরোধ করবে।
সদর দক্ষিণ থানার ওসি প্রশান্ত পাল বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ করছিলো। আমরা গিয়ে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আবদুর রব জানান, হত্যার ঘটনায় নিহতের বাবা মামলা দায়ের করেছেন। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। হত্যার কারণ বের করার চেষ্টা করছি।
বিডি-প্রতিদিন/ ২৩ মার্চ ১৬/ সালাহ উদ্দীন