বগুড়ার কাহালু উপজেলার কালিয়ার পুকুর এলাকায় প্রাইভেট কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী শ্রমিক শাহিদা বেগম (৩৫) নিহত ভ্যানচালক আঃ মান্নান (৪০) আহত হয়েছেন।
নিহত শাহিদা উপজেলার শিকড় গ্রামের আব্দুস ছালামের স্ত্রী ও স্থানীয় একটি প্লাস্টিক কারখানায় নারী শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার বেলা দেড়টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কালিয়ার পুকুর এলাকায় ঘটনাটি ঘটেছে।
কাহালু থানা পুলিশ এসআই জাকির জানান, প্লাস্টিক কারখানা থেকে তার দেবর আবদুল মান্নানের ভ্যানে চড়ে বাড়িতে ফিরছিলেন শাহিদা। এসময় ভানের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ কারটি আটক করেছে। তবে কারের চালক পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/ ০৯ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন