ঝিনাইদহের কোটচাঁদপুর কাগমারী এলাকা থেকে শনিবার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
তারা হলেন উপজেলার কাশিমপুর গ্রামের নূর ইসলামের ছেলে সেলিম হোসেন (৩০) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ইকবাল আলী (৪৫)।
কোটচাঁদপুর থানার ওসি আহম্মেদ কবীর হোসেন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শনিবার ভোরে ইয়াবা ব্যবসায়ীরা কোটচাঁদপুর কাগমারী এলাকায় অবস্থান করছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে।
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল, ২০১৬/মাহবুব