নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুরে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাফিজুর রহমান এ জরিমানা করেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস সহকারী রাজেশ খান জানান, রোববার দুপুরের দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদ আনারস প্রতীক নিয়ে গোসাইবাড়ি বাজার এলাকায় নির্বাচনী শোভাযাত্রা বের করেন। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে পৌছে ঐ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেন।
বিডি-প্রতিদিন/ ১০ এপ্রিল, ২০১৬/ হিমেল-১৫