অপরাধ তদন্ত বিভাগ সিআইডি'র ডিআইজি মাহবুব মহসিনের নেতৃত্বে এবং কুমিল্লা সিআইডির একটি সমন্বিত দল রবিবার কুমিল্লা সেনানিবাসের সোহাগী জাহান তনুর লাশ উদ্ধারের স্থান পরিদর্শন করেন।
ঘটনা তদন্তে সমন্বিত দলটি সকাল আজ সাড়ে ১১ টায় কুমিল্লা সেনানিবাসে পরিদর্শনে যান। এসময় দলটি সেনানিবাসের এরিয়া কমান্ডার কুমিল্লার ও জিওসি এবং স্টেশন কমান্ডারের সাথে কথা বলেন। দলটি তনুর মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যের সাথেও কথা বলেন।
পরে দলটি কুমিল্লার সিআইডির কার্যালয়ে আসেন। সেখানে মাহবুব মহসিনকে গার্ড অব অনার দেয়া হয়।
পরে সিআইডির কুমিল্লা অঞ্চলের বিশেষ পুলিশ সুপার ড.নাজমুল করিম খান সাংবাদিকদের বলেন, এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তার জন্য সর্বোচ্চ মেধা দিয়ে তদন্ত কাজটি করছি। এ গুরুত্বের কারণেই ডিআইজি স্যার কুমিল্লায় এসেছেন। তদন্তে সবার সহযোগিতা পাওয়া যাচ্ছে। এ সহযোগিতা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। সেনানিবাসে গিয়ে ঘটনাস্থলটি পরিদর্শন এবং তনুর মা-বাবা ও পরিবারের সদস্যদের সাথে আমরা কথা বলেছি।
এসময় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল আজাদ চৌধুরী, সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার ও তনু হত্যা মামলার তদন্ত সহায়ক কমিটির প্রধান আবদুল কাহ্হার আকন্দসহ এবং তদন্ত কর্মকর্তা গাজী মোঃ ইব্রাহীম উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১০ এপ্রিল, ২০১৬/ হিমেল-১৬