নাটোরের বড়াইগ্রাম উপজেলার কুশমাইল গ্রামে দাবীকৃত চাঁদা না দেয়ায় হারেজ আলী নামের এক ব্যাক্তির মাইক্রোবাস ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রবিবার প্রধান আসামীকে আটক করেছে পুলিশ।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কুশমাইল গ্রামের মোবারক হোসেন ও তার সঙ্গীরা একই গ্রামের মাইক্রোবাসের মালিক হারেজ আলীর কাছে কিছুদিন যাবৎ ২ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। কিন্তু হারেজ আলী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৫ জানুয়ারী দুর্বৃত্তরা তার বাড়িতে হামলা চালিয়ে তাকে ও তার বৃদ্ধা মাকে বেদম মারধর করে এবং দাবীকৃত চাঁদা দিতে দু’দিনের সময় বেঁধে দেয়।
কিন্তু নির্ধারিত সময়ে চাঁদা দিতে না পারায় গত ১৭ জানুয়ারী মোবারক ও তার লোকজন হারেজের বাড়িতে পুনরায় হামলা চালিয়ে চাবীসহ মাইক্রোবাসটি নিয়ে যায়। ঘটনার পর থেকে দুর্বৃত্তদের হুমকির মুখে হারেজ বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার হারেজ আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে আজ মুল আসামী মোবারক হোসেনকে আটক করেছে পুলিশ। আটককৃত মোবারক হোসেন কুশমাইল গ্রামের মৃত আলিমউদ্দিনের ছেলে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার এসআই মহিউদ্দিন জানান, রবিবার আটক মোবারক হোসেনকে কোর্টে হাজির করা হলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১০ এপ্রিল, ২০১৬/ হিমেল-১৭