বগুড়ার গাবতলী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে (ইউপি) কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের মামলা দায়ের হয়েছে। মামলায় রামেশ্বরপুর ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়নর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মণ্ডলকে প্রধান আসামি করে ৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০০ জনকে আসামি করা হয়েছে।
রবিবার দুপুরে গাবতলী মডেল থানার এসআই আবু জাররা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
জানা যায়, শনিবার বিকেলে বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বর পুর ইউপি নির্বাচনে সভা আহবানকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত প্রার্থীর সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। সংর্ঘষে উভয়পক্ষের সমর্থকরা ইট-পাটকেল নিক্ষেপ করায় দুই পুলিশ সদস্যসহ ১০জন আহত হন। পুলিশ উভয়পক্ষকে হটিয়ে দিতে ৭৫ রাউণ্ড রাবার বুলেট ছোঁড়ে। সংঘর্ষের এক পর্যায়ে ওই বাজারের ৭টি দোকান ও ৯টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।
মামলার বাদী এসআই আবু জাররা জানান, পুলিশের কাজে বাধা দেওয়া, পুলিশকে মারপিট ও বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতর হলেন-উপজেলার রামেশ্বরপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে আব্দুল বারী, সোলায়মান আলীর ছেলে মামুনুর রশীদ, নুরুর ইসলামের ছেলে শফিকুল ইসলাম, আবুল হোসেনের ছেলে দৌলত হেসেন ও বাঁশকান্দি গ্রামের সোনা মিয়ার ছেলে সাবলু।
বিডি-প্রতিদিন/ ১০ এপ্রিল, ২০১৬/ রশিদা