বরিশালের গৌরনদী উপজেলার কাশেমাবাদ মাদ্রাসায় গোপন বৈঠকের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি সহ ১৪জনকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি আজাদুল ইসলাম ছাড়াও ১৪ জনের মধ্যে উল্লেখযোগ্য হলো গৌরনদী উপজেলা ছাত্র শিবির সভাপতি সবুজ হাওলাদার।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, নাশকতার উদ্দেশ্যে তারা কাশেমাবাদ মাদ্র্রাসায় গোপন সভা করছিলো। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আটক অপর ১২ জনের নাম তাৎক্ষনিক জানাতে পারেননি তিনি।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল ২০১৬/ এস আহমেদ