টাঙ্গাইলের নাগরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিটিয়ে ও ইট দিয়ে থেতলিয়ে নুর হোসেন নামে ৭৫ বছরের এক বৃদ্ধকে খুন করেছে প্রতিপক্ষের লোকেরা। হামলায় আরও চারজন মারাত্বক আহত হয়। এ ঘটনায় পুলিশ সাতজনকে আটক করেছে। রবিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের বাবনা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন মো. আওলাদ বেপারি (৪৫), মো. সোহেল (২২), জোমেলা বেগম (৬০) ও আলতাফ হোসেন বেপারি (৪২)। আহতদের মধ্যে আওলাদ বেপারি ও সোহেলের অবস্থা আশংকাজনক হওয়ায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
নাগরপুর থানার ওসি জহিরুল ইসলাম জানান, বাবনা পাড়া গ্রামের নুর হোসেনের সাথে ভাতিজা ঘটক দুলাল মিয়ার দীর্ঘদিন ধরে আট শতাংশের একটি পুকুরের জমি নিয়ে বিরোধ চলছিল। রবিবার সন্ধায় পুকুরের জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই দুলাল ও তার আত্মীয়-স্বজন দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে চাচা নুর হোসেনের বাড়িতে হামলা চালায়। তারা নুর হোসেনকে লাঠি দিয়ে পিটিয়ে ও ইট দিয়ে থেতলিয়ে মারাত্মক আহত করে। এ সময় নুর হোসেনের ছেলে ও ছেলের বউসহ আরও চারজন আহত হয়। পরে এলাকাবাসী হামলাকারীদের মধ্যে সাতজনকে আটক করে পুলিশে খবর দেয়। ওই সাতজনকে গ্রেফতার করা হয়েছে। আহত নুর হোসেনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আটককৃতরা হচ্ছে দুলাল বেপারি (৫৫), আওয়াল বেপারি (৫২), মিজান বেপারি (৪৫), আলাই বেপারি (৩০), রিপন (২২), জীবন (১৮) ও নাজমুল (১৮)।
এ ঘটনায় নাগরপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল ২০১৬/ এস আহমেদ