দিনাজপুরের কাহারোলে অগ্নিদগ্ধ হয়ে মো. রিমন (৭) নামে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রিমন দিনাজপুরের কাহারোলের মুকুন্দপুর ইউনিয়নের পৌরিয়া গ্রামের আনিছুর রহমানের ছেলে।
রবিবার সন্ধ্যা ৭টায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
কাহারোলের মুকুন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম ফারুক হোসেন জানান, রবিবার দুপুরে মুকুন্দপুর ইউনিয়নের পৌরিয়া গ্রামে আনিছুর রহমানের বাড়ির রান্নাঘর থেকে আগুন শয়ন কক্ষে ছড়িয়ে পড়ে। এতে রিমন দগ্ধ হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সন্ধ্যায় তাকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
কাহারোল থানার ওসি মো. মনসুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল ২০১৬/ এস আহমেদ