নেত্রকোনার কলমাকান্দায় বিকাশ এজেন্টের সেলসম্যান আব্দুল হান্নানকে মারধর করে ৩০ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ উঠেছে। সঠিক টাকার অংক নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল।
জানা গেছে, রবিবার বিকাল ৫ টার দিকে ব্রাক ব্যাংকের নেত্রকোনা শাখা থেকে নগদ ৩০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে পুলিশি নিরাপত্তা ছাড়াই মটরসাইকেলযোগে একা কলমাকান্দা যাচ্ছিলেন সেলসসম্যান আব্দুল হান্নান। এ সময় সদর উপজেলার নেত্রকোনা-মুক্তির বাজার সড়কের টেংগা নামক স্থানে পৌঁছলে ছিনতাইকারীরা তাকে মারধর করে টাকা হাতিয়ে নেয়। পরে তাকে কে বা কারা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশ প্রতিদিনের ময়মনসিংহ প্রতিনিধি সরেজমিনে গিয়ে কাগজপত্রে আব্দুল হান্নান নামে ৭নং ওয়ার্ড সার্জারি ইউনিটে একজন ভর্তি রয়েছেন বলে জানতে পারেন। কিন্তু খোঁজাখুজি করেও বাস্তবে তার কোন অস্তিত্ব পাওয়া যায়নি।
এদিকে বিকাশ এজেন্ট জহুরুল ইসলাম মোস্তফা রহস্যজনকভাবে বলেন, টাকা তোলার সময় আরো অনেকে ছিল। অন্যরা টাকা তুলে হান্নানের হাতে দেয়। সেই অন্য ব্যক্তি কে জানতে চাইলে তিনি বলেন, আলমগীর নামের আরেক সেলসম্যান।
থানায় মামলা সংক্রান্ত ব্যাপারে ওসি (তদন্ত) শাহনুর এ আলম বলেন, ডায়েরি করতে এজেন্ট জহুরুল ইসলাম মোস্তফা থানায় এসেছেন। এ সময় পুলিশের কর্মকর্তার কাছে টাকা উত্তোলনকারী আলমগীরের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আলমগীর নাকি টাকা দিয়ে অন্য পথে যাওয়ার খবর তিনি শুনেছেন।
এ ব্যাপারে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামানিক বলেন, ছিনতাইয়ের খবর শুনেছি। তবে এক সাথে ব্যাংক থেকে এত টাকা উত্তোলন করে পুলিশের সাহায্য ছাড়াই একা যাওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হবে। সেই সাথে ব্যাংকিং লেনদেনের ব্যাপারটির তদন্ত করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল ২০১৬/ এস আহমেদ