টাঙ্গাইল পৌর এলাকার চরকাগমারা গ্রামে তরমুজ খেয়ে ফাহিম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের আরও পাঁচ সদস্য অসুস্থ হয়েছেন। রবিবার সন্ধ্যায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
অসুস্থদের মধ্যে দু'জনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছেন, ফাহিমের পিতা বাবু মিয়া ও দাদা মোমিন।
টাঙ্গাইল পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হেলাল ফকির জানান, শনিবার সন্ধ্যায় বাজার থেকে মোমিন একটি তরমুজ কিনে বাড়িতে নিয়ে যায়। সেই তরমুজটি রবিবার বিকেলে পরিবারের সবাই খাওয়ার সাথে সাথে অসুস্থ হয়ে পড়ে। এ সময় প্রতিবেশীরা তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টায় ফাহিমের মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকার সচেতনমহল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, তরমুজকে লাল করার জন্য অনেক অসাধু ব্যবসায়ী বিষাক্ত রঙ সিরিঞ্জ দিয়ে পুশ করছে। এতে একদিকে তারা ক্রেতাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, অন্যদিকে তরমুজ চাষীদের অনেক বড় ক্ষতি করছে। মানুষ তরমুজ খাওয়া বন্ধ করে দিলে এসব চাষী পথে বসবে।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল ২০১৬/ এস আহমেদ