লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে দুই কিশোরী বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে রাতভর গণধর্ষণ মামলার প্রধান আসামী মো. খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে তোরাবগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. খোকন তোরাবগঞ্জ ইউনিয়নের মৃত ইসরাফিলের ছেলে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, দুই বোন ধর্ষণের ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে। একটি মামলার প্রধান আসামী খোকন। অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ২৯ মার্চ রাতে দুই বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের পাশে একটি পরিত্যক্ত বাড়িতে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় গত ১ এপ্রিল দুপুরে ধর্ষিতা দুই বোনের মা বাদী হয়ে কমলনগর থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল ২০১৬/শরীফ