সাতক্ষীরায় একটি পাজারো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই এর চালকের মৃত্যু হয়েছে। পরে পুলিশ গাড়িটি থেকে নয় বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে। গতকাল দিনগত গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মথুরাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, দুর্ঘটনা কবলিত পাজারো গাড়িটি রাতে মথুরাপুর মোড় ঘুরতে গিয়ে উল্টে যায়। এতে চালক গাড়ির ভিতরেই মারা পড়েন। সকালে এলাকাবাসী খবর দিলে পুলিশ এসে গাড়িটি ও এর ভিতরে থাকা চালকের মরদেহ উদ্ধার করে। সেই সঙ্গে গাড়ি থেকে নয় বস্তা ফেনসিডিল উদ্ধার করে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল ২০১৬/শরীফ