চট্টগ্রাম জেলার মিরসরাইয়ের সোনাপাহাড় বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় জেবি স্কুলের দুই শিক্ষার্থীসহ কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে বলে জানান জোরারগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন।
আহতরা হলেন- রিদোয়ান (৪০), জেবি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আরাফাত (১৫), অষ্টম শ্রেণির ফয়সাল (১৪), ইসমাইল (৩১), রিংকু ভৌমিক (২৬) সহ সাতজন। তাদের উপজেলার মোস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফরিদ উদ্দিন বলেন, জানান, সকালে বারইয়ারহাটগামী একটি মিনিবাসের সঙ্গে অপরদিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনিবাসটি দুমড়ে মুচড়ে যায়। এসময় আহত হন ৭ জন। এদের মধ্যে চার-পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৬/মাহবুব