সন্ত্রসীদের হামলার স্বীকার হয়েছেন ঠাকুরগাঁওয়ের বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আব্দুল লতিফ লিটু। রোববার রাত ৮টার দিকে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, সদর উপজেলার জামালপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম ও একদল সন্ত্রাসী এ হামলা চালিয়েছে।
হামলার পর লিটু সেখান থেকে পালিয়ে সাময়িক রক্ষা পেলেও রাত ১০টার দিকে ফের তার বাড়িতে হামলা করে ওই সন্ত্রাসীরা।
এসময় লিটুকে বেধরক পিটিয়ে আহত করে তারা। পরে এলাকাবাসী ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
লিটুকে রাতেই ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আজ সোমবার মামলা করবেন বলে জানিয়েছেন সাংবাদিক লিটু।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল ২০১৬/ হিমেল-০৬