আলোচিত ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীর জামিন বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানি শেষে সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে মিনার চৌধুরীর স্বাস্থ্য সম্পর্কিত ভুল তথ্য সম্বলিত প্রতিবেদন দেওয়ায় সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে শোকজ নোটিশ জারি করেছেন আদালত।
এদিন, আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার দিন রাতেই নিহত একরামুল হকের বড় ভাই বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনারকে প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় ৩৫ জনের বিরুদ্ধে ফেনী সদর থানায় মামলা দায়ের করেন। বর্তমানে মিনার চৌধুরী কারাকর্তৃপক্ষের অধীনে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৬/মাহবুব