নীলফামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক এইচএসএসসি পরীক্ষার্থী সহ তিন জন নিহত হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার ভিন্নজগত সড়কের ছগিরবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে ।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, একটি মোটর সাইকেলযোগে উপজেলার মাগুড়া ইউনিয়নের শিঙ্গেরগাড়ী পাঠানপাড়া গ্রামের সামছুল খানের ছেলে মাসুদ খান (২৫) এবং এনামুল হকের ছেলে এইচএসসি পরীক্ষার্থী আব্দুল কাইয়ুম(১৯) কিশোরীগঞ্জ উপজেলা শহরে আসছিল। এসময় বিপরিত দিকে থেকে কিশোরীগঞ্জ উপজেলা শহরের চাঁদখানা ইউনিয়নের ডোঙ্গা গ্রামের আবু হোসেনের ছেলে সাবেক বিজিবি সদস্য বিপ্লব মিয়া (৩০) মোটরসাইকেল যোগে নিজবাড়ি ফিরছিলেন।
এ সময় দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে নিহত হয় বিপ্লব ও কাইয়ুম। অন্যদিকে গুরুত্বর অাহত মাসুদ খানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ ব্যপারে কিশোরীগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দুই লাশ উদ্ধার ও আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল ২০১৬/ হিমেল-১০