কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার একবালিয়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে নাসির উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে আহত হয়েছে নিহতের মা, বাবা ও এক ভাই। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নাসির উদ্দিন (৩৫) সদর দক্ষিণ উপজেলার একবালিয়া এলাকার মানিক মিয়ার ছেলে। আজ দুপুরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে পাশের বাড়ির লোকজন এলোপাথারি কুপিয়ে নাসিরসহ তার পরিবারকে গুরুতর আহত করে। পরে ঢাকা নেওয়ার পথে নাসির উদ্দিনের মৃত্যু হয়।
সদর দক্ষিণ থানার ওসি প্রশান্ত পাল জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল ২০১৬/ হিমেল-১১