আন্তরিকতা, দক্ষতা ও সততার সাথে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের মধ্যে কাজের সমন্বয় ও বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে পুলিশ-ম্যাজিস্ট্রেট কনফারেন্স। কনফারেন্সে ম্যাজিস্ট্রেট, পুলিশ, পাবলিক প্রসিকিউটর, আইনজীবী, বনবিভাগ, স্বাস্থ্যবিভাগ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আজ শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চিফ জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজারের চিফ জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট এ কিউ এম নাছির উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী, পাবলিক প্রসিকিউটর ভুবনেশ্বর পুরকায়স্থ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট কামরেল ইসলাম চেৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দেব, অতিরিক্ত পুলিশ সুপার (ব্যুরো অব ইনভেস্টিগেশন) দেবব্রত সিংহ চৌধুরীসহ জেলার ৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কোর্ট পরিদর্শক, রেলওয়ে থানার ওসিবৃন্দ। কনফারেন্সে সকলে মিলে একত্রে কাজ করার বিষয়ে সমন্বয় ও পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে ব্যাপক আলোচনা হয়। এছাড়া মামলা জট কমানো, মামলার তদন্ত কাজে গতি, ডাক্তারি রিপোর্ট, বন আইনে মামলাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/শরীফ