লক্ষ্মীপুর পৌরসভায় মেয়রের স্বেচ্ছাচারিতায় বাসা-বাড়ি ও ব্যবসা-প্রতিষ্ঠানে অস্বাভাবিক হারে কর বৃদ্ধি করে নাগরিকদের হয়রানি করা হচ্ছে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী এ কে এম বদরুল আলম শাম্মি শহরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের আযোজন করে এসব অভিযোগ করেন।
এসময় মেয়রের খাম খেয়ালিপনা ও স্বেচ্ছাচারিতা পরিহার করে নতুনভাবে সহনীয় কর নির্ধারণ ও নাগরিকদের হয়রানি থেকে মুক্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, 'প্রথম শ্রেণির লক্ষ্মীপুর পৌরসভার ১২ টি ওয়ার্ডের নাগরিকরা বর্তমানে কর নিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন। যে ব্যক্তি গত বছর একশত টাকা পৌর কর পরিশোধ করেছেন, এবার তার কর ধরা হয়েছে ৮ হাজার টাকা। তিনি নিজে গত বছর এক হাজার টাকা কর দিলেও এবার তা ধরা হয়েছে ১৭ হাজার টাকা। আবার এক রাজনৈতিক নেতার বাড়ির কর নির্ধারণ করা হয়েছিল ৫২ হাজার টাকা। পরে ওই নেতা মেয়রের সঙ্গে সাক্ষাতের পর তা মাত্র দুইশত টাকা হয়ে গেছে।'
এছাড়া স্বজনপ্রীতির মাধ্যমে বেশ কয়েকজন ব্যক্তির কর মওকুফও করা হয়েছে বলে অভিযোগ তার।
সংবাদ সম্মেলনে পৌরসভা এলাকার কাঁচা ঘর ও সাধারণ কর্মজীবিদের করের আওতার বাহিরে রাখার আহবান জানান তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের অভিযোগ অস্বীকার করে বলেন, 'নিয়ম মেনেই কর বৃদ্ধি করা হয়েছে। কারো কোন আপত্তি থাকলে তা শুনানীর মাধ্যমে সমাধান করা হয়।'
বিডি-প্রতিদিন/ ১৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন