বাগেরহাটের মোল্লাহাটে শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়র সীমানা প্রাচীর ভেঙে অবৈধভাবে পাকা দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় সর্বস্তরের মাঝে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদ ও শিক্ষকদের দেওয়া মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ের উত্তর পার্শ্বের সীমানা প্রাচীর ভেঙে কতিপয় ব্যক্তি পাকা ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া প্রাচীরের পাশে দোকান ঘরে প্রচন্ত শব্দে সাউন্ডবক্স বাজানো হয়, এর ফলে সুষ্ঠুভাবে বিদ্যালয়ের পাঠদান এবং পাঠগ্রহণ ব্যবস্থা ব্যাহত হচ্ছে, যা বিদ্যালয় কর্তৃপক্ষ মৌখিকভাবে বারবার অনুরোধ করেও বন্ধ হচ্ছে না।
আরও অভিযোগ করা হয়, সেখানে বখাটে ছেলেদের আড্ডা ও শিক্ষার্থীদের প্রতি উস্কানীমূলক ও অশালীন আচরণ কোমলমতি শিক্ষার্থীদের মনে ভীতি সৃষ্টি করে চলছে। এছাড়া এসব দোকান ঘরের টিন ও ছাদ থেকে অপসারিত বৃষ্টির পানিতে বিদ্যালয়ের মূল ভবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাহা উপজেলা আইন শৃঙ্খলা সভায় আলোচনা করেও কোন সুফল মেলেনি।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. হারুন আল রশিদ বলেন, বিদ্যালয়ের পাঠদানে সমস্যার বিষয়টি সভায় চিহিৃত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করা হয়েছে। ওই স্থাপনাগুলো অপসারণ করে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ ও স্বাভাবিক পাঠদানসহ পাঠ গ্রহণের ব্যবস্থা নিশ্চিত করতে জোর দাবি জানানো হয়েছে।
এদিকে, স্কুলের সীমানা প্রচীর ভেঙে এভাবে দোকান নির্মাণের কারণে এলাকায় সর্বস্তরের মাঝে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২০১৬/মাহবুব