বগুড়ায় বিস্ফোরক দ্রব্য, হত্যা ও মারপিটসহ বিভিন্ন মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাদের কারাগারে প্রেরণ করা হয়।
জানা গেছে, শুক্রবার মধ্যরাতে নন্দীগ্রামে বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি মুনছুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার কুনাইল গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। শনিবার ভোরে কাহালু উপজেলায় অভিযান চালিয়ে লিটন নামে মারপিট মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার একইগ্রামের সোলায়মানের ছেলে।
এদিকে, ধুনট উপজেলায় আওয়ামী লীগ নেতা মমতাজুর রহমান হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি ঈমান আলীকে ৬ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঈমান আলী ধুনট উপজেলার দোয়াতপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
এছাড়াও দুপচাঁচিয়ায় শনিবার ভোররাতে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- উপজেলার আলতাফ নগর বাজার এলাকার আয়েজ উদ্দিনের ছেলে রুবেল হোসেন, দোগাছি গ্রামের তারা মিয়ার ছেলে মোজাফফর হোসেন ও মোজাম্মেল হোসেন।
বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান ৬ জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২০১৬/মাহবুব