ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বঙ্গবন্ধুর ছবি অবমাননা করায় ৭ জনের নাম উল্লেসহ ২২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজ সকালে বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি সলেমান হোসেন মোল্লা বাদী হয়ে মামলা দায়েে করেন। এ ঘটনায় জাকির হোসেন নামে এক বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
কোটচাঁদপুর থানার ওসি আহমেদ কবির হোসেন জানান, বৃহস্পতিবার রাতে কোটচাঁদপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের অফিসের সামনে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কে বা কারা বিষ্ঠা ছুড়ে মারে। এ ছাড়া পরিষদের ভিতরে মল ত্যাগ করে।
এ ঘটনায় রঘুনাথপুর বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি সলেমান হোসেন মোল্লা বাদী হয়ে শুক্রবার সাত জনের নাম উল্লেখ করে মুখোশধারীসহ মোট ১৫ জনের নামে মামলা করে। পুলিশ এজাহার ভুক্ত আসামী একই গ্রামের আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে জাকির হোসেন (৪২) কে গ্রেফতার করেছে।
গ্রামবাসি সুত্রে জানা গেছে, মামলার আসামীরা সবাই জামায়াত বিএনপি’র নেতাকর্মী ও সমর্থক।
বিডি-প্রতিদিন/ ১৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন