কুমিল্লার মনোহরগঞ্জের খিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন আহমেদের বাড়িতে কাফনের কাপড় প্রেরণ করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় ওই চেয়ারম্যান প্রার্থী জীবনের নিরাপত্তা চেয়ে শনিবার মনোহরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে চেয়ারম্যান প্রার্থী শহিদ উদ্দিনের ব্যক্তিগত মোবাইলে (০১৭৯০৫৫৫৫০) এই নম্বর থেকে ফোন দিয়ে এক ব্যক্তি নিজেকে আজরাইল দাবি করে চেয়ারম্যান প্রার্থীকে ভয়ভীতি দেখিয়ে হত্যার হুমকি দেয়। সর্বশেষ শুক্রবার রাত ৯ টার দিকে অজ্ঞাতনামা দুই মোটরসাইকেল আরোহী ওই চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে গিয়ে কাফনের কাপড় সম্বলিত একটি প্যাকেট রেখে যায়। রেখে যাওয়া ওই প্যাকেটে আগর বাতি, গোলাপ জল, সাবান, আতর, ব্লেডসহ অন্যান্য মালামাল রয়েছে।
এ বিষয়ে শহীদ উদ্দিন আহমেদ জানান, মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় কিছু সন্ত্রাসী আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলো। ওই সন্ত্রাসীরাই এখন আমার বাড়িতে কাফনের কাপড় প্রেরণ করে আমাকে মোবাইলে হুমকি দিচ্ছে বলে মনে হয়। তিনি বলেন, ওই সন্ত্রাসীদের ভয়ে আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছি। তাই নিরুপায় হয়ে থানায় জিডি করেছি।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র ভট্ট জানান, থানায় জিডি হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ ১৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন