নেত্রকোনা-কেন্দুয়া সড়কের মদনপুর নামক স্থানে একটি ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে চালক মামুন (৩২) নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় মদনপুর শাহসুলতান কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন সদর উপজেলার মদনপুর ইউনিয়নের মনাং গ্রামের গ্রাম পুলিশ সিদ্দিক মিয়ার ছেলে।
নেত্রকোনা জেলা ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সোলায়মান মিয়া জানান, নেত্রকোনা থেকে মনাং যাওয়ার পথে মদনপুর শাহসুলতান কলেজের সামনে অটোরিকশাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় চালক মামুন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২০১৬/মাহবুব