পটুয়াখালী নিউমার্কেট ও হেতালিয়া এলাকায় ১৪ মণ জাটকাসহ খলিল চৌকিদার নামে একজনকে আটক করেছে পটুয়াখালি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার দুপুরে তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত খলিল চৌকিদার সদর উপজেলার পূর্ব হেতালিয়া এলাকার হাসেম চৌকিদারের ছেলে।
বিডি-প্রতিদিন/ ১৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন