পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের রসুলপুরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী স্কুল ছাত্র আশিক (১১) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
শনিবার বিকেল ৫টার দিকে এ দুঘটনা ঘটে।
নিহত আশিক দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
সে ফুলবাড়ী শহরের চাইল্ড কেয়ার কেজি স্কুলের ৫ম শ্রেণির ছাত্র।
জানা যায়, আশিক শনিবার বিকেলে সাইকেলে করে ফুলবাড়ী শহরে প্রাইভেট পড়তে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
এব্যাপারে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন