সিলেটের বিশ্বনাথে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাতে দু’দফা ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে অসংখ্য গাছপালা উপড়ে ও ভেঙ্গে পড়েছে। উড়ে গেছে অনেকের ঘরের চাল। বিধ্বস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি। তবে কোথাও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, ভারি বর্ষণের সাথে ঘণ্টাব্যাপী শিলাবৃষ্টি হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে বোরো ধানের। বৃষ্টির পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে ফসলি জমি। গাছপালা পড়ে ছিঁড়ে গেছে বিদ্যুতের লাইন। কোথাও হেলে পড়েছে বিদ্যুতের খুঁটি। এতে বিদ্যুৎব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় রাত থেকেই উপজেলার বিভিন্ন অঞ্চল রয়েছে বিদ্যুৎহীন।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৬/মাহবুব