সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বানে তৃতীয় দিনের মতো কর্মবিরতি কর্মসূচি চলছে। আজ সকাল ৮টায় পাঁচ ঘণ্টার এ কর্মবিরতি শুরু হয় যা চলবে দুপুর ১টা পর্যন্ত। এর মাধ্যমে তিনদিনের প্রতিবাদ কর্মসূচি শেষ হবে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক পণ্য তল্লাশি, পরীক্ষা ও ওজন পরিমাপের নামে হয়রানির প্রতিবাদে এ কর্মবিরতি ডাকা হয়।
ভোমরা বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, কাস্টমস আইন লঙ্ঘন করে ৭ এপ্রিল আমদানি করা ১১ ট্রাক পান বন্দর এলাকা থেকে আটক করে বিজিবি। পানগুলো যথাযথভাবে শুল্ক পরিশোধ করে আমদানি করা হলেও বিজিবি তা জব্দ করে এবং পরে ওই পান পচে যায়। পরে আদালত জব্দকৃত পান ব্যবসায়ীদের কাছে ফেরত দেওয়ার নির্দেশ দিলেও পানগুলো পচে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা।
তিনি জানান, বিজিবি কর্তৃক হয়রানি বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। হয়রানির শিকার হয়ে ১৩, ১৬ ও ১৭ এপ্রিল কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেন ব্যবসায়ীরা।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৬/শরীফ