নেত্রকোনার মদন উপজেলার গণেশের হাওরে রবিবার সকালে বজ্রপাতে নিয়ামত উল্লাহ (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার মৃত সামাদ মিয়ার ছেলে। এ সময় আহত হয়েছেন আরো ৫ জন শ্রমিক। শ্রমিকরা সকলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হাওর সংলগ্ন ফিরোজের ইটভাটায় শ্রমিকরা দীর্ঘ দিন ধরে কাজের জন্য একচালা টিনশেড ঘরে রাত্রিযাপন করে আসছিল। রবিবার সকালে টিনের ঘরে বজ্রপাত পড়লে ৬ জন শ্রমিক আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে নিয়ামত উল্লাহ নামের একজনকে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনায় আহত সরল মিয়া (২৪), শাহিন (২৬), জামাল (৩২), আনিস (২৬) ও আল আক্কাস (৩৫) চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে একই উপজেলার গোবিন্দশ্রী গ্রামে হাফিজুর রহমান (৫৫) নামে অপর এক কৃষক আহত হয়েছেন।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৬/ হিমেল-০৬