ফরিদপুরের সালথা উপজেলার গট্রি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রাম থেকে রবিবার সকালে পুলিশ শুকুর মাতুব্বর (৬০) নামের এ ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। সে সিংহপ্রতাপ গ্রামের মৃত ইয়াসিন মাতব্বরের ছেলে।
সালথা থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকালে সিংহপ্রতাপ গ্রামের তোফাজ্জেল মাতব্বরের বাড়ির পেছনে নদীর পাড়ের একটি গাছে শুকুরের লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডি এম বেলায়েত হোসেন জানান, শুকুর মাতব্বরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা রিপোর্ট পাবার পরই জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে থানায় কোন অভিযোগ দেয়া হয়নি।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৬/ হিমেল-০৭