কিশোরগঞ্জের ইটনায় বজ্রপাতে গোলাম মোস্তফা (৩৫) নামে একজন ক্ষেতমুজুর নিহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার কাঁচপুকুরিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে বলে জানা গেছে। ক্ষেতমুজুর হিসাবে কাজ করতেই তিনি ইটনায় এসেছিলেন।
এলাকাবাসী জানায়, আজ সকালে ইটনা পূর্বগ্রাম দারিকপুরে শ্রমিকরা ধান কাটছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে শ্রমিকরা ঘাটে বাঁধা নৌকায় ফিরছিলেন। এ সময় বজ্রপাতে গোলাম মোস্তফা ঘটনাস্থলেই নিহত হন।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৬/ হিমেল-০৮