চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আজিজুল হক (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
রবিবার সকালে উপজেলার হাছানদণ্ডী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের দোহাজারি থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক।
নিহত আজিজুল হক ঢাকার মিরপুরের ফজলুল হকের ছেলে।
ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, আজিজুলরা নয় বন্ধু মিলে ঢাকা থেকে মাইক্রোবাস নিয়ে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে হাছানদণ্ডী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আজিজুল ঘটনাস্থলেই নিহত হন।”
দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন জানিয়ে ওসি বলেন, তাদের স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৬/মাহবুব