চাকরি স্থায়ীকরণের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নকল নবিশরা। নকল নবিস এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের কালীবাড়ি সড়কে আজ রবিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন, রেজিস্ট্রেশন বিভাগের এক্সট্রা মোহরারগণ (নকল নবিস) বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়তা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতাসহ সরকারি যাবতীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এমনকি ১৪ মাস যাবত পারিশ্রমিক ভাতাদি না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন।
তারা এ সকল দাবিসহ চাকরি স্থায়ীকরণের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান। এ সময় বক্তব্য রাখেন জেলা নকল নবিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৬/শরীফ