১২ বাসের বকেয়া বেতন পরিশোধ ও চাকরি সরকারিভাবে স্থায়ীকরণের দাবীতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা এক্সট্রা মোহরার (নকলনবিস) এসোসিয়েশন। আজ দুুপুরে বগুড়া শহরের সাতমাথায় বগুড়ার ১২টি উপজেলা কমিটির সদস্যরা মানববন্ধনে অংশগ্রহণ করে। বগুড়া জেলা এক্সট্রা মোহরার (নকলনবিস) এসোসিয়েশনের সদস্যরা কেন্দ্রীয় কমিটি ৫ দিনের কর্মসূচি ঘোষণা করে। চলমান কর্মসূচির মধ্যে রয়েছে ১২ এপ্রিল কালোব্যাজ ধারণ, ১৭ এপ্রিল মানববন্ধন, ১৮ এপ্রিল অর্ধদিবস কলম বিরতি, ২৪ এপ্রিল পূর্ণদিবস কলম বিরতি, ২ মে ঢাকায় মহাসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা।
ঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় আজ দুপুরে বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, গত ১২ মাস ধরে নকল নবিসদের পারিশ্রমিক বকেয়া রয়েছে। বকেয়া থাকায় তারা অতি কষ্টে দিনযাপন করছেন। অতি দ্রুত বকেয়া পারিশ্রমিক প্রদানসহ চাকরি স্থায়ী করার দাবী জানান। দীর্ঘদিনের দাবী না মানলে আগামীতে আবারো কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করার কথা বলেন বক্তারা। এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশনের সভাপতি আমিনুর রহমান খান নান্নু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা সংগ্রাম কমিটির আহবায়ক কামরম্নল হাসান রিপন, যুগ্ম আহবায়ক সুব্রত সাহা, হাসানুল আজিম বাবুল, আব্দুর রশীদ, সদস্য উম্মে হাবিবা ময়না, তাছলিমা ইতি, তানজিলা শাহনাজ বেগম, শিমু আকতার, সোহেল রানা মিন্টু, মামুদুল হক, কামরুল আলম, আব্দুর রাজ্জাক, মনিরুজ্জামান মনিরসহ ১২ উপজেলা কমিটির ৬ শত সদস্য।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৬/শরীফ