মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনায় আগ্নেয় অস্ত্রের গুলিতে মনিয়ারা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। রবিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের পূর্ব-মাকাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পূর্ব মাকাহাটি গ্রামের শিকদার বাড়ীর বাচ্চু শিকদারের ছেলে আবু কালাম ও হাওলাদার বাড়ীর সাহাবুদ্দিনের ছেলে রিয়াদ এর ঝগড়া লাগে। এসময় ঝগড়া থামাতে গেলে বাচ্চু শিকদারের ছেলে আবু কালামের গুলিতে গুরুতর আহত হন মনিয়ারা বেগম (৪৫)।
পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত মনিয়ারা বেগম হাওলাদার বাড়ীর মহিউদ্দিন হাওলাদরের স্ত্রী। এ ঘটনায় থানায় মামলার প্রস্ত্রতি চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কারী কর্মকর্তা সদর থানার এসআই হারুন বলেন, এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের আইনে আওতায় আনা হবে।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৬/ হিমেল-১৫