বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের আব্দুল্লার ছিলা নামক এলাকায় পরিকল্পিত ভাবে আগুন ধরানোর ঘটনায় ৬ আপরাধীর নামে মামলা হয়েছে। পূর্ব সুন্দরবন বিভাগ এসব অপরাধীদের সনাক্ত করার পর রবিবার দুপুরে ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বাদী হয়ে বন আইনে বাগেরহাট আদালতে মামলাটি দায়ের করেন।
মামলাটিতে ৬ আসামীর বিরুদ্ধে গ্রেপ্তরী পরোয়ানা চাওয়া হয়েছে। প্রধান আসামী শাহজাহান শিকারীসহ ৬ আসামীর সবাই সুন্দরবন সংলগ্ন বাগেরহাটে শরণখোলা উপজেলার উত্তর ও দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, আসামীরা চলতি বর্ষা মৌসুমকে সামনে রেখে, ‘কথিত লীজ’ নেয়া সুন্দরবনের বিলে মাছ ধরার সুবিধার্থে ঐ এলাকায় পরিকল্পিত ভাবে আগুন দেয়। এতে করে সুন্দরবনের ৮ দশমিক ৫৫ একর বনাঞ্চল সম্পূর্ন পুড়ে ছাঁই হয়ে গেছে। এছাড়া এ ঘটনায় আরো ৬৬ একর বনাঞ্চলসহ জীববৈচিত্র্যের আংশিক ক্ষতি হয়েছে। এসব অভিযোগে আসামীদের বিরুদ্ধে ১৯২৭ সালের বন আইনের ২৬ এর ১ ক (গ) ধারায় ৬ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করা হয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, ইতোপূর্বে সুন্দরবনে বহুবার আগ্নিকান্ডের ঘটনা ঘটলেও কখনও মামলা বা সুনির্দিষ্ট কাউকে অভিযুক্ত করা হয়নি। এবার বন বিভাগ সুনির্দিষ্ট অভিযোগে ৬ জনের নাম উল্লেখ করে মামলা করেছে।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৬/ হিমেল-১৬