নাটোর শহরের পিটিআই মোড়ে রোববার সকালে দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই রসুন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো চার ব্যবসায়ী আহত হয়েছে। আহত চারজনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন জেলার বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ গ্রামের জাফর ব্যাপারীর ছেলে খলিলুর রহমান (৪৫) ও জোয়ারী গ্রামের শচীন কুমার কুন্ডুর ছেলে শ্যামপদ কুন্ডু (৫৫)।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার এস আই সেলিম হোসেন জানান, রোববার সকাল সাড়ে ছয়টার দিকে নাটোর শহরের পিটিআই মোড়ে দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। চালক পালিয়ে গেলেও পিকআপ দুটি জব্দ করা হয়েছে।
হতাহতরা সকলেই রসুন ব্যবসায়ী। তারা জেলার বড়াইগ্রাম উপজেলা থেকে একটি পিকআপে রসুন কেনা বেচার জন্য শহরতলীর তেবাড়িয়া হাটে আসার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপের সাথে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় নাটোর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৬/ হিমেল-১৭