চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মুজিব নগর দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে আজ সকাল ৮ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে।
র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম ও পুলিশ সুপার বশির আহমেদ পিপিএম। র্যালি শেষে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধু মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করা হয়। বিকেলে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৈশাখী মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৬/ হিমেল-১৮