পাহাড়ে এখন শুধুই মধু ফলের মৌ মৌ গন্ধ। জমে উঠেছে আম, কাঠাল, লিচু বাজার। স্থানীয় জাতের পাশাপাশি এবার পাহাড়ে চায়না টু, চায়না থ্রীসহ দেশি-বিদেশি হরেক নামের সুস্বাদু লিচুর ফলন হয়েছে আশাতীত। খাগড়াছড়ি বাজারের সবখানে বিক্রি হচ্ছে লিচু। এ অঞ্চলে এবার আমের চেয়ে লিচুর ফলন হয়েছে ভালো। ফলন ভালো হওয়ায় বেজায় খুশি লিচুচাষিরা।
বাজারে আসা লিচু বিক্রেতা পরিমল চাকমা জানান, লিচু হয়েছে খুব ভালো। তবে আশানুরূপ দাম মিলছে না। ১০০ লিচুর মূল্য ভালোটা ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি লিচু ৫০ থেকে ৬০ টাকায় মিলছে। হঠাৎ করে গত কয়েক দিনে প্রচন্ড গরম পড়ায় লিচুতে পাক ধরেছে বেশি। তাই বাজারে চাহিদার চেয়ে লিচুর জোগান বেশি।
তবে যেটুকু দাম পাচ্ছেন চাষিরা তা মূলত পর্যটকদের যাতায়াত থাকায় কারণেই। বিভিন্ন স্থান থেকে আসা ভ্রমণপিপাসুরা ফিরে যাওয়ার সময় লিচু নিয়ে ফিরছেন। স্থানীয় কৃষিবিদরা জানান, বৃষ্টি না থাকায় এবারের লিচুতে পোঁকা কম। উৎপাদনও অনেক বেশি। সবমিলে এখানে এবার লিচু বাজার বেশ জমে উঠেছে। ক্রেতারাও ইচ্ছেমতো পছন্দ অনুযায়ী লিচু কিনছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ