শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ এই শ্লোগানকে সামনে রেখে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া গ্রামের ১১৭ পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নগরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।
শেষ অতিথি ছিলেন নারায়নগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী হোসেন, পূর্বাঞ্চল জোনাল অফিসের ডেপুটি জেনারেল মনোয়ারুল ইসলাম, পরিচালনা বোর্ডের সভাপতি মাহমুদা আক্তার, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, কায়েতপাড়া ইউনিয়ন সভাপতি জাহেদ আলী, এডঃ আউয়াল, হাজী ইয়ার হোসেন, ইউ পি সদস্য মোশারফ হোসেন, ওমর ফারুক, বজলুর রহমান বজলু, আঃ হাই প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১২ মে ১৬/ সালাহ উদ্দীন